সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় মধুপুর থানার এসআই (নিঃ) মোঃ আমির হোসেন এবং এসআই (নিঃ) নিরঞ্জন কুমার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মধুপুর পৌরসভাধীন দৈনিক বাজার রোডের সরকার মার্কেটের পিছনে বাংলাদেশ খেলাঘর নামক দোকানের সামনে মাদক অভিযান পরিচালনা করে মধুপুর পৌরসভার আঙ্গিনাপাড়া এলাকার মৃত বিল্লাল সওদাগর এর ছেলে মোঃ লিটন সওদাগর (২৬) এর নিকট হতে ০৮ (আট) পুড়িয়া হেরোইন, যাহার ওজন ০১ গ্রাম, মূল্য ১০,০০০/- টাকা এবং মধুপুর পৌরসভাধীন আঙ্গিনাপাড়া এলাকার খান প্রজেক্ট সংলগ্ন জনৈক আনোয়ার সওদাগরের বাড়ীতে মাদক অভিযান পরিচালনা করে আঙ্গিনাপাড়া (খানপ্রজেক্ট সংলগ্ন) এলাকার আনোয়ার সওদাগর এর ছেলে মোঃ শাহআলম (২৪), এর নিকট হতে ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০.৮ গ্রাম, মূল্য ২৪০০/- টাকা উদ্ধার করিয়া আসামীদ্বয়কে গ্রেফতার করেন। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীদেরকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।