বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ :
আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ একঝাঁক তারকা নিয়ে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আতাইকুলা থানায় ৬ লক্ষ পিচ শলাকা নকল আকিজ বিড়ি ও ১টি পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক তিনজন গ্রেফতার।

আতাইকুলা থানায় ৬ লক্ষ পিচ শলাকা নকল আকিজ বিড়ি ও ১টি পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক তিনজন গ্রেফতার।

মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ

পাবনার আতাইকুলায় ৬ লাখ নকল বিড়ি উদ্ধার করলো আতাইকুলা থানা পুলিশ
এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আতাইকুলা থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানাধীন বড়ইবাড়িয়া গ্রামস্থ মোঃ ওহাব সরদার ও মোঃ হাছান আলীর বাড়ির পশ্চিমপাশে আতাইকুলা টু ডেমরাগামী পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ সোহান আলী (২০) পিতা-মোঃ হাছান আলী মুন্সি সাং-রামচন্দ্রপুর, ইউপিঃ ধরমপুর, ২। মোঃ শাকিল হোসেন (২১) পিতা-মোঃ আঃ মান্নান সাং-বাহাদুরপুর উভয় থানা-ভেড়ামারা,জেলা-কুষ্টিয়া, ৩। ড্রাইভার মোঃ ময়নাল হক (৪৩) পিতা-মৃত তোরাই প্রাং সাং-বালশাবাড়ী, থানা-উল্লাপাড়া,জেলা-সিরাজগঞ্জ’দের গ্রেফতার পূর্বক ধৃত আসামীদের দখলে থাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি বহনকারী পিকআপ গাড়ির মধ্যে সর্বমোট ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিচ শলাকা কথিত নকল আকিজ বিড়ি,যার মূল্য অনুমান ৪,৩১,৬৪০/- টাকা, একটি পিকআপ গাড়ী,যাহার রেজিঃ ঢাকা মেট্টো ন-২০৯৬৭৫, যাহার ইঞ্জিন নং-E413CDLL331959,চেসিস নং-MC2C9CRCOLL475304 এবং নকল বিড়ি বিক্রির নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা সহ আসামীদের হেফাজত থাকা তিনটি মোবাইল সেট উদ্ধার করেন। এ সংক্রান্তে আতাইকুলা থানার মামলা নং-১২, তারিখ-২৩/০৫/২০২২; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A তৎসহ পেনাল কোডের ২৫৯/২৬০ রুজু করা হয়েছে।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর প্রয়োজনীয় নির্দেশনায় আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আতাইকুলা থানাধীন বড়ইবাড়িয়া গ্রামস্থ মোঃ ওহাব সরদার ও মোঃ হাছান আলীর বাড়ির পশ্চিমপাশে আতাইকুলা টু ডেমরাগমী পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ সোহান আলী (২০) পিতা-মোঃ হাছান আলী মুন্সি সাং-রামচন্দ্রপুর, ইউপিঃ ধরমপুর, ২। মোঃ শাকিল হোসেন (২১) পিতা-মোঃ আঃ মান্নান সাং-বাহাদুরপুর উভয় থানা-ভেড়ামারা,জেলা-কুষ্টিয়া, ৩। ড্রাইভার মোঃ ময়নাল হক (৪৩) পিতা-মৃত তোরাই প্রাং সাং-বালশাবাড়ী, থানা-উল্লাপাড়া,জেলা-সিরাজগঞ্জ’দের গ্রেফতার পূর্বক ধৃত আসামীদের দখলে থাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি বহনকারী পিকআপ গাড়ির মধ্যে সর্বমোট ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিচ শলাকা কথিত নকল আকিজ বিড়ি,যার মূল্য অনুমান ৪,৩১,৬৪০/- টাকা, একটি পিকআপ গাড়ী,যাহার রেজিঃ ঢাকা মেট্টো ন-২০৯৬৭৫, যাহার ইঞ্জিন নং-E413CDLL331959,চেসিস নং-MC2C9CRCOLL475304 এবং নকল বিড়ি বিক্রির নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা সহ আসামীদের হেফাজত থাকা তিনটি মোবাইল সেট উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা এবং অপরাধ ইতিহাসঃ
১। মোঃ সোহান আলী (২০) পিতা-মোঃ হাছান আলী মুন্সি সাং-রামচন্দ্রপুর, ইউপিঃ ধরমপুর,
২। মোঃ শাকিল হোসেন (২১) পিতা-মোঃ আঃ মান্নান সাং-বাহাদুরপুর উভয় থানা-ভেড়ামারা,জেলা-কুষ্টিয়া,
৩। ড্রাইভার মোঃ ময়নাল হক (৪৩) পিতা-মৃত তোরাই প্রাং সাং-বালশাবাড়ী, থানা-উল্লাপাড়া,জেলা-সিরাজগঞ্জ।

উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। সর্বমোট ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিচ শলাকা কথিত নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি,যার মূল্য অনুমান ৪,৩১,৬৪০/- টাকা।
২।একটি পিকআপ গাড়ী,যাহার রেজিঃ ঢাকা মেট্টো ন-২০৯৬৭৫, যাহার ইঞ্জিন নং-E413CDLL331959,চেসিস নং-MC2C9CRCOLL475304,
৩।নকল বিড়ি বিক্রির নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা।
৪। তিনটি মোবাইল সেট উদ্ধার করেন।

খবরটি শেয়ার করুন