শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
অভিযোগ উঠেছে এশিয়ান টেলিভিশনে স্টাফ রিপোর্টার শফিকুল কামাল এর বিরুদ্ধে, ১৬/৫/২০২২ তারিখে সাংবাদিক শফিকুল কামাল সহ বেশ কয়েকটি মিডিয়ার দুবলিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দুর্নীতি অভিযোগ করেন সজন আলী।
সরজমিনে সকাল তথ্য প্রমান নিয়ে সাংবাদিক শফিকুল কামাল চলে যান। পর্বতীতে সঠিক তথ্য অনুযায়ী নিউজ না করে-উল্টা দুর্নীতি বাজ প্রধান শিক্ষক এর কাজ টাকার বিনিময়ে বিক্রি হয়ে, সুজন আলীর বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ ছাড়া উত্ত নিউজ এর ধারণকৃত ফুটেজ থেকে সঠিক বক্তব্য কাট করে মিথ্যা ও ভিত্তি হীন নিউজ প্রচার করেন অপ-সাংবাদিক শফিকুল কামাল – প্রতিবাদে মোঃ সুজন আলী আরো জানান উক্ত নিউজ এর ধারণকৃত ফুটেজ দেখলেই আসল তথ্য বেরিয়ে আসবে।
মোঃ সুজন আলী অভিযোগ করেন যদি টাকার বিনিময়ে এভাবে সাংবাদিক বিক্রি হয় তাহলে দেশ কথায় গিয়ে দাঁড়াবে।
এশিয়ান টেলিভিশনের প্রচারিত নিউজ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সকল শিক্ষক ও শিক্ষিকা বিন্দু।