রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

মগর আলী হত্যা মামলার ২ নাম্বার আসামি জামিনে এসে সকল রহস্য ফাঁস।

মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ

মগর আলী হত্যার ঘটনা মোর নিলো অন্যদিকে লাইভে এসে যা বললেন তার ভাই ২নং আসামী আরব আলী ।

হাইকোট থেকে ২৮ দিনের জামিন পেয়ে বিশেষ এক সাক্ষাতকারে তিনি বলেন মগর আলীকে তারা হত্যা করেনি ১৬ /৪/২০২২ শনিবার সামন্য ঝগরা ঝাটি নিয়ে ক্ষিপ্ত হয়ে মগর আলী নিজেই মুখোশ ধারি গুন্ডা নিয়ে তাদেরকে হত্যা করতে আসে ।

সেদিন প্রথম যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে জুয়েল ১৩ এর সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে মগর আলীর সাথে হাতাহাতি হয় সে সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না ।
আমি ছিলাম একটা ইফতার পাটিতে সেই ইফতার পাটিতে স্বয়ং আমাদের মাননীয় এমপি আলহাজ্ব শেখ আফিল সাহেব উপস্থিত ছিলেন ।
ইফতার শেষে কাগজ পুকুর আমি আমাদের দোকানের সামনে আসা মাত্র জানলাম মগর আলীর সাথে
আমার বড় ছেলে হারুনের হাতাহাতি হয়েছে ।
এবং মগর আলী নাকি হারুনের ছেলে জুয়েল কে চর থাপ্পর আর রড দিয়ে মারছিলো হারুন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ঠেকাতে গেলে তার সাথে ও কোস্তাকুস্তি হয় ।
পরে গ্রামের কয়েকজন লোক এসে তাদেরকে ছারিয়ে দেয় । এবং আরব আলী আরো বলেন প্রথম মারামারির পর যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে সোহেল আর আমি আমাদের দোকানের সামনে দাড়ীয়ে কথা বলছি হঠাৎ মগর আলী এবং তার ২ ছেলে সহ
মুখোশ ধারী কয়েকজন লোক ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন চালায় । তখন আমাদের হাতে কোন অস্ত্র বা লাঠিও ছিলোনা বরং আমরা ৩ জনই মার খেয়ে জখম হয়েছি । আমাদের শরীরে দা এবং লাঠির আঘাতের ক্ষত দেখলে সবাই বুঝবেন ।
তবে আমার যতটুকু ধারণা মগর আলীর সাথে যারা মুখোশ পরে এসে ছিলো তাদের ভিতর থেকে কেউ মগর আলীকে সুযোগ বুঝে হত্যা করেছে । হয়তবা আমাদেরকে ফাসিয়ে দেওয়ার জন্য আর না হলে মগর আলীর সাথে তাদের পূরবের কোন জের ছিলো ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com