সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল

এম মনিরুজ্জামান, পাবনা:

সারাবিশ্বের মুসলমানদের প্রাণপুরুষ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা নুপুর শর্মার কটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পাবনার সুজানগর পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলে পৌরসভার আশপাশের অর্ধশত মসজিদের প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশ নেন। মিছিলে নুপুর শর্মার ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। বক্তারা ভারত সরকারকে অবিলম্বে নুপুর শর্মার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ শেষে গোটা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com