বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীগের ৭৩ তম জন্মদিন উদযাপিত হচ্ছে।
মোঃ আরিফ খান (জয়) পাবনা থেকেঃ
আজ ২৩ জুন পাবনা জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসৃচির মধ্যে দিয়ে ৭৩ তম জন্মদিন উদযাপিত হচ্ছে। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ সদস্য জনাব গোলাম ফারুক পিন্স আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রেজাউল রহিম লাল জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক থেকে ভারতীয় উপমহাদেশের সৃষ্টি হলে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে যে দূটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তাতে ছিল পূর্ব বঙ্গ ও বাঙ্গালীদের শোষণ, নির্যাতন ও নিষপ্রেষনের আর এক নতুন কৌশল।জাতির জনক ভেবে ছিলেন এ থেকে পরিত্রান ও মুক্তি পেতে বাঙ্গালী জাতির ভাগ্য নিয়ন্তা বাঙ্গালী জাতি কেই হতে হবে।সাধারণ মানুষ ও এ দেশের প্রতি ছিল তাঁর নিখাদ ভালবাসা।সাধারণ জনগনও তাঁকে এত বেশী ভালবাসত যে, তিনি স্বাধীনতা আন্দোলনের ডাক দিলে সর্বস্তরের জনগন তাঁর ডাকে সারাদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাপিয়ে পরে। নয় মাস রক্তক্ষয়ীসংঘর্ষ আন্দোলন, ত্রিশ লক্ষশহীদের রক্ত ও দুই লক্ষমা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে পাই আমরা লাল সবুজের টকটকে স্বাধীন পতাকা।বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে সংঘটনটির সৃষ্টি হয়। ৭১এর স্বাধীনতা আন্দোলনে এ দলটি বঙ্গবন্ধুর নেতৃত্বে ভূমিকা পালন করায় এদেশ ওভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বর্নক্ষরে চির অম্লান হয়ে থাকবে।আর তাই এদশের ইতিহাস, আওয়ামী লীগ,বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ,বাংলাদেশ,স্বাধিনতা এক ও অভিন্ন শব্দ। এদেশ যতদিন এগিয়ে যাবে বঙ্গবন্ধু, আওয়ামীলীগ,বাংলাদেশ,ও স্বাধীনতা অমর, অক্ষয়,হয়ে থাকেব।