রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
পদ্মা সেতুর উদ্বোধন ঝালকাঠি জেলা থেকে দল মত নির্বিশেষে সবাই উপস্থিত থাকবে ।
ঝালকাঠির দুটি সংসদীয় আসন থেকে সুন্দরবন-১২ ও ফারহান-৭ লঞ্চ দুটি আজ ২৪ জুন রাতে ছেড়ে যাবে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে। এ ছাড়া বেশ কয়েকটি বাস ও প্রাইভেট কারে কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন নিজ নিজ নির্বাচনি এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যেতে।
দক্ষিণের জেলা ঝালকাঠির চারটি উপজেলায় এখন সাজ সাজ রব। তোরন, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। উৎসবের আমেজ সর্বত্র।
পৌর শহরের প্রবেশদ্বারে রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। জেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অফিসগুলো আলোক সজ্জা করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতে এমন আয়োজন।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির জানান, পদ্মা সেতু উদ্বোধনে ঝালকাঠিবাসীর অংশ নেয়ার মূল উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য।
আমরা লঞ্চ ও বাসযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ উদ্বোধীনে অনুষ্ঠানে অংশ গ্রহণ করবো।