বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সমাজবিজ্ঞান বিভাগ
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। রবিবার বেলা ১২টায় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খানের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা সমাজবিজ্ঞান বিভাগের চারপাশে আগাছা, ময়লা পরিষ্কার করেন।।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খান বলেন, আমরা সচেতন হলে কলেজ ক্যাম্পাসকে সুন্দর করা সহজ হবে। একটু সচেতন হয়ে যদি ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে ক্যাম্পাস এমনিতেই পরিষ্কার থাকবে। এ সময় তিনি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
এসময় ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা. পারভীন আকতার খানম, প্রভাষক আমজাদ হোসেন, শফিকুল ইসলামসহ বিপুল সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর পূর্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্ম্পকে সচেতনতা বাড়াতে একটি র্যালী ক্যাম্পাস পদক্ষিণ করে।