রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

সরকার দেশকে দোযখখানা বানিয়ে রেখেছে : মাহমুদন্নবী স্বপন

সরকার দেশকে দোযখখানা বানিয়ে রেখেছে : মাহমুদন্নবী স্বপন

মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টারঃ

সরকার দেশকে দোযখখানা বানিয়ে রেখেছে এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহমুদন্নবী স্বপন।

সোমবার (১২ সেপ্টেম্বর) তারাবাড়িয়া বাজারে চরতারাপুর ইউনিয়ন বিএনপি অয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে। পেট্রোল অকটেন ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বেড়েছে যানবহন ভাড়া, সবকিছুর দাম বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়েনি। সরকার নিজেদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের দায় সাধারণ জনগনের উপর চাপিয়ে দিয়েছে। সাধারণ জনগণের এই ভর্তুকির মাধ্যমে দেশটাকে দোযখখানা বানিয়ে রেখেছে সরকার। সাধারণ জনগণকে এই দোযখখানা থেকে মুক্ত করতে হলে বিএনপির এক দফা আন্দোলনের মাধ্যমে লুটপাটের সরকারকে হটাতে হবে।

 

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, মনোয়ার শামীম, সাজ্জাদ হোসেন স্বপন, সরদার মোঃ সেলিম রেজা, আবুল হাশেম, এরশাদুল হক সবুজ,সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট, সদস্য সচিব জ্যাকি, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পি সরদার, সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার হোসেন,পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা রাশেদ রানা প্রমুখ।

চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুল বারেক এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা কামরুজ্জামানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মীর্জা আশরাফ, সুলতান, কবির খান, বাচ্চু মন্ডল, খালেক, ইউনিয়ন যুবদল নেতা শফি বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদল নেতা আবু সাইদসহ প্রমুখ।

এছাড়াও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দ্দার,
সুজানগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, সুজানগর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, সুজানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রইচ উদ্দিন বিশ্বাস,পাবনা সদর থানা ছাত্রদলের আল আমিন পাপ্পু ও শামীম হাসান হৃদয় উপস্থিত ছিলেন।

সমাবেশে সহস্রাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com