রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি পাবনাঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ পাবনা জেলার সুজানগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর ২২) সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধার হাতে এই সম্মাননা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল।
উল্ল্যেখ্য, আলহাজ্ব আব্দুল মতিন মৃধা বাংলাদেশ আ’লীগের বারবার মনোনীত নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সততার সাথে পূর্বে থেকেই ইউনিয়নে জনপ্রিয়তা লাভ করেছেন। বিশেষ করে সরকারি ফি নিয়ে কোনো রকম হয়রানি ছাড়াই পুরো তাঁতিবন্দ ইউনিয়নের মানুষ খুব তাড়াতাড়ি জন্ম বা মৃত্যু সনদ পেয়ে আসছে।