বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৯ জুলাই থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম । গত ২২ জুন থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।