রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ :
সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ ক্ষুব্ধ এস,আই মিজান নিজের অপকর্ম ঢাকতে কৌশলের আশ্রয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা এফ আই আর মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবার অনুমোদনে জেলা জামায়াতের শুকরিয়া সমাবেশ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সিটি করপোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো: ডা. শাহাদাত ঢাকায় বাংলাদেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ আজ মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সময়ের হিসেবে যা প্রায় ৫ মাস। গত পরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় আবার কেবিনে নিয়ে আসা হয়।

গতকাল বুধবার খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেন।

তবে, লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসা বাসায় চলবে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ম্যাডামকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে। তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবেন মেডিক্যাল বোর্ড।সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

 

খবরটি শেয়ার করুন