মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে সোহান হত্যা মামলার প্রধান আসামি মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের ৭ নেতাকর্মী আটক ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার অপরাধে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর কাছে লিখিত অভিযোগ ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ১হাজার পিছ ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জামায়াত নেতা আজহারের আপিল শুনানি আজ আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ফতুল্লায় মামলা তদন্তে ঘুষ দাবি, এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সময়ের হিসেবে যা প্রায় ৫ মাস। গত পরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় আবার কেবিনে নিয়ে আসা হয়।

গতকাল বুধবার খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেন।

তবে, লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসা বাসায় চলবে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ম্যাডামকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে। তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবেন মেডিক্যাল বোর্ড।সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com