শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

আজ রিয়াল-বার্সা ফাইনাল

ক্রীড়া ডেস্কঃ আজ এল ক্লাসিকো মহারণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে হবে দু’দলের এই মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে বছরের প্রথম ট্রফি জিততে চায় রিয়াল মাদ্রিদ। আর লা লিগার দৌড়ে পিছিয়ে পড়লেও সুপার কাপের শিরোপা জিতে ভক্তদের আনন্দ দিতে মরিয়া জাভির বার্সেলোনা।

পুরনো ফরম্যাট অনুযায়ী আগের মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা ডেল রে’ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। তবে ২০১৯-২০ মৌসুম থেকে এই টুর্নামেন্টটি হয়ে যায় চার দলের। কোপা ডেল রে’র দুটি এবং লা লিগার দুটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছিলো।

২০২০-২১ মৌসুমে করোনার কারণে স্পেনেই অনুষ্ঠিত হয়েছিলো টুর্নামেন্টটি। এছাড়া গত তিনটি আসর সৌদিতেই অনুষ্ঠিত হলো। এবার নিয়ে হচ্ছে চতুর্থবার।

ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।তবে এই ম্যাচটি লিংকে দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com