সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ :
সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নবীগঞ্জে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিমের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা পলের শীতবস্ত্র বিতরণ ওসমানীনগরে বিবিয়ানা মডেল ফার্মেসী উদ্ভোদন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে যে বার্তা দিলেন ড. ইউনূস ব্যাংককের হোটেলে আগুন, নিহত ৩ তরুণ প্রজন্মই মাদক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারেঃলায়ন সহিদুল ইসলাম খোকন বালসাবাড়ী, মুহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ১৭ বছর পর দেশে ফিরলেন ছাত্রদল নেতা সোহেল আহমদ হবিগঞ্জে সরাইলে অবৈধভাবে বালু উত্তোলনে বালু সহ ট্রাক্টর আটক

স্মার্ট বাজারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবেঃবাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ‘স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে। ভোগ্যপণ্য আমদানিকারক বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো কোনো কারসাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন,বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সরবরাহ ভালো থাকলে বাজারে কেউ কারসাজি করার সুযোগ পাবে না। আবার কোনো ব্যবসায়ী মহল উচ্চমূল্যে বিক্রিরও সুযোগ পাবে না। কারসাজি করে বাজার অস্থিতিশীল করলে কাউকে ছাড় দেয়া হবে না। মজুদদারদের শক্ত হাতে দমন করা হবে।’ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয় যেমন কৃষি, খাদ্য ও শিল্পসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘কারো বিরুদ্ধে জোর-জুলুম করে নয়, বরং উৎপাদন ও আমদানি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সঠিক উপায়ে পণ্য সরবরাহ নিশ্চিত করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com