শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।