রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পদ্মা সেতু হয়ে ঢাকা -খুলনা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আ. লীগের রাজনীতি করার বিষয়ে যে মন্তব্য করলেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে ঢুকলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু

সড়ক দুর্ঘটনায় গাড়ীর হেলপার নিহত-১

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর পৌরসভার ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় গাড়ীর হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন।

শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাযায়নি। আহত হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে আয়েশা আক্তার ( ৩৫), একই জেলার দেলদুয়ার থানার বাদুলি গ্রামের আলমগীরের স্ত্রী আখি আক্তার (২৩)। আহত বাকি তিন জনের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চালক বাসটি উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডার পাসের উপর দিয়ে না উঠে। টাঙ্গাইলগামী ওই যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে আন্ডার পাসের নিচ দিয়ে যাওয়ার সময় থামানো একটি ট্রাকে লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন। তাৎক্ষণিক নিহত ও তিনজন আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এব্যাপারে নাওজোর থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এখনো আহত তিনজন ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন