শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি গত শুক্রবার বলেন, যদি ট্রাম্প ২৪ ঘণ্টায় যুদ্ধ থামিয়ে দিতে পারেন তাহলে এটিই তাঁর কিয়েভে আমন্ত্রণ পাওয়ার জন্য যথেষ্ট।
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দিতে পারবেন।
এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আবার স্থলমাইন পোঁতা হয়েছে।জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা গত শুক্রবার এ তথ্য জানায়।
সূত্র : এএফপি, বিবিসি