বুধবার, ২১ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের গণহত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত : বিএনপি ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন সোনারগাঁয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা নিখোঁজ বিশ্ব মা দিবস আজ

গরুর মাংসের কোফতা কারি

লাইফস্টাইল ডেস্কঃ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের মজাদার কোফতা কারি রেসিপি। এই কোফতা আপনি গরু বাদে মুরগি, খাসি দিয়েও বানাতে পারবেন।

কোফতা কারি রেসিপির তৈরির উপকরণ: তেল ১/২ কাপ

পেয়াজ কুঁচি ৩টি

আদা-রসুন বাটা ১ চা চামচ

দই ১ কাপ

ধনিয়া গুঁড়া ১ চা চামচ

জিরার গুঁড়া ১ চা চামচ

হলুদের গুঁড়া ১/২ চা চামচ

লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ

লবন ১/২ চা চামচ

গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ
কোফতার উপকরণ:

গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম

পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

টক দই ৩ টেবিল চামচ

জিরার গুঁড়া ১ টেবিল চামচ

লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ

লবন ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ২ টি

ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ

ভাজা বেসন ২ টেবিল চামচ
রন্ধন প্রণালি: একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি রঙ করে ভেজে প্লেটে তুলে নিন। পেঁয়াজের উপর হালকা পানি ছিটিয়ে ব্লেন্ড করুন। এখন কোফতা বানানোর জন্য মাংসের কিমার সঙ্গে তালিকায় থাকা সব উপকরণ মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন।

অন্যদিকে, কড়াইয়ে প্রয়োজনমতো তেল ঢেলে আদা-রসুন বাটা দিয়ে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা, দই, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মসলাতে তেল ছাড়তে শুরু হলে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন।

এরপর কোফতার বলগুলো আস্তে করে মসলার মধ্যে ছেড়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। (বলগুলো মসলায় ছাড়ার পর নাড়াচাড়া না করাই ভালো, এতে বলগুলো ভেঙ্গে যেতে পারে )। কড়াইয়ের দুইপাশ ধরে নড়াচড়া করে দিন। বলগুলোর উপর তেল দেখা গেলে নামিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কোফতা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com