বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

নাসরিন চৌধুরীকে এ ডি এম হিসেবে পেতে চান মৌলভীবাজার জেলাবাসী

মোঃ আব্দুর নূর(সিলেট বিভাগীয় প্রতিনিধি ): মৌলভীবাজার জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত নাসরিন চৌধুরী যোগদানের পর থেকেই সারা উপজেলায় উন্নয়নের রূপকার হিসেবে পরিচিতি পেয়েছেন। সমগ্র উপজেলায় নিরক্ষরতার হার একেবারেই না বললেই চলে।

শিক্ষা বিস্তারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। স্বাস্থ্যখাতেও বিশাল উন্নতি সাধন করেছেন। রাস্তাঘাট, কালভার্ট সহ প্রতিটি উন্নয়নে সফলতার সহিত কাজ করে যাচ্ছেন। যে কোন সমস‍্যায় দ্রুত সমস্যার সমাধান করে দিচ্ছেন। যে কোন সমস্যা দেখা দিলে গাড়ি নিয়ে দ্রুত সেখানে যান এবং কোন ধরণের অযথা হয়রানি না করে সমস্যার সমাধান করে দিয়ে আসেন।

এই মহিলা কর্মকর্তাকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এ ডি এম হিসেবে দেখতে চান সদর উপজেলা ও অন‍্যান‍্য উপজেলার নাগরিকবৃন্দ। প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন যাতে এই মহিলা কমকর্তাকে মৌলভীবাজার জেলা কার্যালয়ে এ ডি এম হিসেবে দায়িত্ব দেওয়া হয় এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com