অগ্নিশিখা অনলাইন
- ৬ মে, ২০২৪ / ১৯৭ জন দেখেছে
স.অধ্যাপক আঃ আউয়াল:- সাবেক জাতীয় ফুটবলার,মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মিরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হীরক জোয়ার্দ্দারের অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন মিরপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার (৬ মে) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মডেল মসজিদের ইমাম তানভীরুল ইসলামের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আজম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু,সহ-সভাপতি সেলিম আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দ্দার প্রমুখ।এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।