বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:-
বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
পরে খাদ্যমন্ত্রী জানান, ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কিনবে সরকার। আর ৪৫ টাকা দরে ১১ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৪ টাকা দরে কেনা হবে এক লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আদ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও শ্রমিক যেন কৃষকদের হয়রানি না করতে পারে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, এরইমধ্যে হাওরে ৯৮ থেকে ৯৯ ভাগ ধান উঠে গেছে। ১০-১২ দিনের মধ্য সারাদেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী।