অগ্নিশিখা অনলাইন
- ১৩ মে, ২০২৪ / ১৪৭ জন দেখেছে
মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ
চট্টগ্রাম নগরীতে আমদানি নিষিদ্ধ বিদেশি ব্র্যান্ডের সিলভার ও গোল্ড ফ্লেবারের ORIS সিগারেটসহ মোঃ আমিরুল ইসলাম(৩২) ও আসামি মোঃ আবু মুছা (৩৬) নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৩ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশ মুখে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৯২০ কার্টন বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট। যার সর্বমোট মূল্য ৮ লাখ ২৮ হাজার টাকা।
জব্দ করা হয় পরিবহন হিসাবে ব্যবহৃত কাঠের তৈরি ১টি ভ্যান গাড়িটিও। কোতোয়ালী থানা ওসি এস এম ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।