রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পদ্মা সেতু হয়ে ঢাকা -খুলনা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আ. লীগের রাজনীতি করার বিষয়ে যে মন্তব্য করলেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে ঢুকলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু

যাত্রাবাড়ী থেকে ২৬৪০ ক্যান বিয়ারসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এ কে আজাদ,প্রধান প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ২৬৪০ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১০ এর একটি অভিযানকারী দল।
র‌্যাব সূত্রে জানা যায় যে, গতকাল ১৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ৪:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৬,৪০,০০০/- (ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) ক্যান বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের পরিচয় ১। মাসুদ বিশ্বাস (৩৪), পিতা-মৃত হারেজ বিশ্বাস, সাং-মান্দাওলা ও ২। জুবায়ের মোল্লা (৩৫), পিতা-কাবুল মোল্লা, সাং-হরিদাশপুর, উভয় থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র‌্যাব জানায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

খবরটি শেয়ার করুন