অগ্নিশিখা অনলাইন
- ১৫ মে, ২০২৪ / ১২৩ জন দেখেছে
সালাম হোসেন,ঝিনাইদহ।
মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় এলাকা হতে দেশীয় তৈরী ০২টি পাইপগানসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬,ঝিনাইদহ।মঙ্গলবার রাতে (১৪ ফেব্রুয়ারি ২০২৪) র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় খামারপাড়া বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় খামারপাড়া বাজার এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামের মোঃ গোকুল বিশ্বাসের ছেলে মোঃ মিন্টু বিশ্বাস ও মোঃ অহিদুল বিশ্বাসের ছেলে মোঃ ইব্রাহিম বিশ্বাস কে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০২ টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।