রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:-
বুধবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত নেতাদের নাম ও পদবি প্রকাশ করা হয়।
একই কারণে এর আগের দুই ধাপে দল থেকে ১৪১ জনকে বহিষ্কার করা হয়েছিল। সব মিলে এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এখন পর্যন্ত ১৯২ জন নেতাকে বহিষ্কার করলো বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে ১৭ জন চেয়ারম্যান পদে, ২৫ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।