শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের দূত চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে বছর পূর্তি ৪২ লাখ ঘুষকান্ডের : রানা আটক হলেও মুখ খোলেননি ডিসি বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর আদানির ব্যবসায় ধস নামানো হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে এবার টিটু, বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি ! জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে-শফিকুর রহমান

টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইসসহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

মীর আহমেদঃ

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার গোদার বিল এলাকায়  অভিযান পরিচালনা করে ১ (এক কোটি) টাকা মূল্যের ৯৪০ গ্রাম কিস্টাল ম্যাথ (আইস)’সহ একজন আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৫

র‌্যাব-১৫ সূত্রে জানা যায় যে, গোপন সূত্রে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজারের পুরাতন রাইস মিলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৪ তারিখ অনুমান ১০.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ রাতের আঁধারে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী ওমর ফারুক(২৬), পিতা-মৃত আমির হামজা, মাতা-ফাতেমা খাতুন, সাং-অলিয়াবাদ, ৫নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯৪০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধারসহ ০১টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয় বলে জানা যায়।
র‌্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী এ্যামফিটামিন জাতীয় কথিত ক্রিস্টাল মেথ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে করেছে মর্মে স্বীকার করে। এছাড়া মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়সহ জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার উদ্দেশ্য সে এ ভয়ংকর মাদকদ্রব্য আইস সংগ্রহ করেছে বলে জানায়। গ্রেফতারকৃত মাদক কারবারী অত্যন্ত চতূরতার সাথে সময় ও সুযোগ বুঝে চড়া মূল্যে এসব মাদক বিক্রয় করতো বলেও স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com