অগ্নিশিখা অনলাইন
- ২৩ মে, ২০২৪ / ১০৮ জন দেখেছে
এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় একটি পাথর বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেসার্স তুহিন রাইচ মিল নামের একটি চালকলের দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এসময় ট্রাকের ড্রাইভার হেলপার আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তাাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পাথর নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ট্রাকটি। লালপুরের উধনপাড়া এলাকায় রাইস মিলের দেওয়াল ভেঙ্গে ট্রাকটি মিলের ভেতরে ঢুকে উল্টে যায়।
রাইস মিলের মালিক তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে চালকল বন্ধ কেরে বাড়ি চলে গেলে ভোর রাতে একটি ট্রাক তার কল ঘরের দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। রাইস মিলের অবকাঠামো ভেঙ্গে যাওয়া ছাড়াও চাল, গম, হলুদ-মরিচ ভাঙ্গানো যন্ত্রাংশ ভেঙ্গে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।