শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কালিগঞ্জে বসত ঘরের মধ্যে অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বসত ঘরের মধ্যে অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার। আনুমানিক
নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিজ বাড়ির শোয়ার ঘরের খাটের উপর থেকে হাসিনা বেগম( ৪৫) নামে ১ মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। মৃত হাসিনা বেগম উপজেলার ভাড়া শিমলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা এবং একই এলাকার আব্দুর রশিদের স্ত্রী। মানসিক ভারসাম্য হীন হাসিনা বেগম গত ৫/৬ দিন ঘরের দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন মনে করেছিল হাসিনা বেগম তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। বুধবার সকালে  হতে তার ঘরের গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় তার
ভাই মোকসেদ আলী স্থানীয় মেম্বারের মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উপসহকারী পুলিশ কর্মকর্তা প্রদীপ সঙ্গীয়  ফোর্স নিয়ে বুধবার (২৯মে)সকালে  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জানা গেছে বুধবার (২৯ মে) সকাল ০৯ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের ভাড়া শিমলা গ্রামের কালিগঞ্জ টু  সাতক্ষীরা মহাসড়কের রাস্তা পাশেই। উক্ত  ঘটনায় কালিগঞ্জ থানায় ১ টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সরে জমিনে ঘটনাস্থলে গেলে মৃত হাসিনা বেগমের ভাই মোকসেদ আলী, ভাইপো আলামিন হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক সাংবাদিকদের জানান খাদিজার বিবাহের ৩ বছর পর শিশু কন্যাকে রেখে তার স্বামী আব্দুর রশিদ তালাক দিয়ে  অন্যত্রে চলে যায়। সেখান থেকে ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে মেয়েকে বিবাহ দেয়। এরপর থেকে ঐ থেকে বাড়িতে নিহত হাসিনা বেগম একা একা বসবাস করত। গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় কখনো মেয়ে জামাইদের বাড়ি আবার কখনো নিজের বাড়িতে থাকতো। জানা গেছে গত ৫/৬ দিন যাবত হাসিনা  বেগমের খোঁজ না পেয়ে ঘরে তালা বদ্ধ দেখে তার ভাই ও আশেপাশের লোকজন মনে করেছিল সে মেয়ের বাড়িতে বেড়াতে গেছে।
গতকাল বুধবার সকালে ঘর থেকে গন্ধ বেরিয়ে আসলে বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয়দের মাধ্যমে  থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা হতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে হাসিনা বেগমের বন্ধ শোয়ার ঘর হতে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্টের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন