শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

তাহিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:-

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩০ পিচ ইয়াবাসহ ফারুক হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত সারে ৩ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হাসান ওই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাদাঘাট বাজারে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে কামড়াবন্দ গ্রামের ফারুক হাসানের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রির সময় মাদক ব্যবসায়ী ফারুক হাসানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন