মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ :
পলাশবাড়ীতে মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিক আটক ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্তে সাংবাদিক কেন আসামির কাঠগড়ায়?? রাষ্টদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর বিতাড়িত স্বৈরাচার থেকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি: তারেক রহমান

নাটকীয়তার ম্যাচ নাম লেখাল যে বিশ্বরেকর্ডে

অনলাইন ডেস্ক:-

ওমানের দেওয়া ১১০ রানের লক্ষ্য পাড়ি দিতেই গলদঘর্ম ছুটে যাচ্ছিল নামিবিয়ার। শেষ পর্যন্ত পারেওনি তারা।

পুরো ২০ ওভার ব্যাট করে থেমে যায় ১০৯ রানেই। তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে।নির্ধারিত ওভারে একটি ওভারেও ১০ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। সেখানে সুপার ওভারেই দুই ছক্কা ও দুই চারে ২১ রান তুলে ফেলে তারা। ডেভিড ভিসের অলরাউন্ড নৈপুণ্যে সেই রান পাড়ি দিতে ব্যর্থ হয় ওমান।

বার্বাডোসের ব্রিজটাউন স্টেডিয়ামে টস জিতে ওমানকে আগে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। রুবেন ট্রাম্পেলম্যান ও ডেভিড ভিসের অসাধারণ বোলিংয়ের সামনে ওমানের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। তাই ইনিংসের দুই বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১০৯ রানে।

ওমানের ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই সাজঘরে ফিরেছেন এলবডব্লিউর ফাঁদে পড়ে। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি এলবিডব্লিউতে আউট হওয়ার রেকর্ড।

এর শুরুটা করেন ট্রাম্পেলম্যান। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ইনিংসের সূচনা করতে আসা এই বাঁহাতি পেসার প্রথম দুই বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাশ্যপ প্রজাপতি ও অধিনায়ক আকিব ইলিয়াসকে। পরে জিশান মাকসুদও তার ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে আনেন।  ট্রাম্পেলম্যানের পর এলবিডব্লিউতে একটি করে উইকেট পেয়েছেন গেরহার্ড এরাসমাস, ভিসে ও বার্নার্ড শল্টজ।

এদিকে, এর আগে এক ইনিংসে পাঁচটি এলবডব্লিউর দেখা মিলেছে তিনবার। এর মধ্যে দুবার শিকার হয়েছে নেদারল্যান্ডসই। বাকি আরেকটি স্কটল্যান্ড। সেই লজ্জার রেকর্ডে আজ ওমানের নাম সবার ওপরে নিয়ে গেল নামিবিয়া।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com