শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
এসময় তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সন্দেহভাজন সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তিনি বলেন, নেপাল থেকে সিয়ামকে নেয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে-সিয়ামকে কার কাছে দেওয়া হবে।
তবে ভারতের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। তাদের দিলেও তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়ে তিনি বলেন, ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও ভালো হবে। কারণ তাকে নিয়ে আলামত উদ্ধারসহ তদন্তকে এগিয়ে নেয়া সহজ হবে।
এ সময় সিয়ামের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমাদের কাছে আনঅফিশিয়ালি জানানো হয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এ ছাড়া সেখানকার যে সব হোটেলে সিয়াম ছিল, সে সবের ফুটজও সংগ্রহ করা হয়েছে।
এর আগে, গত ১ জুন সিয়ামকে নেপালে আটকের খবর পেয়ে সেখানে যান ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ।
ভারতের কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হন। এ ঘটনায় ঐদিনই ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।