বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ :
সরকারি কর্মচারীদের হেনস্তা ঠেকাতে ‘প্রশাসনিক ন্যায়পাল’ নিয়োগের সুপারিশ সেনাপ্রধানের সঙ্গে সেন্ট্রাল আফ্রিকার সেনা কর্মকর্তার সাক্ষাৎ দিল্লিতে বিধানসভার ভোট আজ, কঠিন লড়াইয়ের আভাস নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার অধ্যাপক মামুন মাহমুদ কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় আনন্দ মিছিল সাংবাদিক জামালউদ্দিনের মায়ের ইন্তেকাল লক্ষীপুরের দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার যেভাবে পালালেন শামীম ওসমান আনিসুল হকের ৩ দিনের রিমান্ড শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

শেরপুরে ইউপি চেয়ারম্যানকে হামলা-প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে ‌ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. আকবর আলীকে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভযোগ উঠেছে ‘চোরাকারবারি ও ডাকাত সর্দার’ মো. নুরুল ইসলাম খোকন ওরফে খোকন বিডিআর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে ৮ জুন শনিবার দুপুরে সদর উপজেলার সাতপাকিয়া কাঁচাবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আকবর আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের বাসিন্দা সাবেক বিডিআর’র সদস্য মো. নুরুল ইসলাম খোকন। সীমান্ত এলাকায় চাকুরি করার সুবাদে সীমান্তের অরক্ষিত ও দুর্বল এলাকাগুলো ব্যবহার করে বর্তমানে সে পাথর-কয়লার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা গড়ে তুলেছে। তার রয়েছে একাধিক পাসপোর্ট। সে সকালে ভারতে থাকে, বিকেলে বাংলাদেশে থাকে। সকালে ভুটানে থাকলে বিকেলে ভারতে অবস্থান করে। এমনকি ভারত থেকে আসা গরুর চালান সে সীমান্ত এলাকা থেকে এনে গ্রামের বাড়িতে গরু খামার পর্যন্ত করেছে। ভারতীয় কাপড়ের ট্রাকের চালান লুট করে এলাকায় যাকাত দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও বলেন, খোকনসহ একটি চক্র পরিকল্পিতভাবে আমি ও আমার পরিবারকে হয়রানী, সামাজিক সম্মানহানি ও ব্যবসায়িকভাবে ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিলেও বার বার আইনের ফাঁক-ফোঁকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে এবং আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। ইউপি চেয়ারম্যান আকবর বলেন, খোকনসহ তার চক্রের লোকজন ভারতীয় কাপড় ছিনতাইয়ের মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। এছাড়া তার চক্রের সদস্যরা আমার আরেক ভাইয়ের চোখেমুখে মরিচের গুড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছিল। আমাকে ছুরিকাঘাত ও ট্রাক চাপা দিয়ে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। তারা নানা ধরনের অপকর্ম করে ভারতে গিয়ে আত্মগোপন করে। বর্তমানে তারা দেশের ভিআইপিদের সাথে কৌশলে দেখা করে তাদের সাথে ছবি তুলে সেই ছবি মানুষকে দেখিয়ে ভয় দেখায়। তাদের এসব অপকর্মে সহযোগিতা করে শেরপুর শহরে বসবাসকারী একটি দল, যাদের অধিকাংশই হত্যা মামলার আসামি। তাই আমি আমাদের জীবন ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মো. নুরুল ইসলাম খোকন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে সেগুলো মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com