অগ্নিশিখা অনলাইন
- ৯ জুন, ২০২৪ / ১১২ জন দেখেছে
ফজলুল হক (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবা ,স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি সেবার সকল তথ্য পেতে land.gov.bd ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ভিজিট করুন এছাড়া সব ধরনের ভূমি সেবার সাহায্য পেতে ১৬১২২ ফোন নাম্বারে কল করুন।
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী ডিজিটাল ‘ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল ভূমি সেবা উপলক্ষে শনিবার (৮ জুন) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত ভূমি সপ্তাহ সেবার মেলা-র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর গোলঘরে সপ্তাহ ব্যাপী ভুমিসেবার বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এসকল স্টল হতে আগামী সপ্তাহব্যাপী তাৎক্ষনিক ডিজিটাল ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা নিতে পারবেন। যেমন ভূমি উন্নয়ন কর
(খাজনা দাখিলা) প্রদান, নামজারি আবেদন, রেকর্ড প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশেক মেহেদী ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছুসহ উপজেলা ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা সেবা গ্রহনকারীগন।