বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

পীরগঞ্জে ২০২টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর

হাবিবুর রহমান,রংপুর ব্যুরোঃ-

শেখ মুজিবের বাংলায় গৃহহীন কেউ থাকবে না”মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান কে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে ২০২টি অসহায় গৃহহীন পরিবারকে জমি ও ঘর আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ১১ ই জুন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আনুষ্ঠানিক ভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়

 

জমি ও ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান, সহকারি কমিশনার ভূমি ত্বকি ফয়সাল তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক কবি সুলতানা আহমেদ সোনা, সহ বেশ কয়েকজন উপকার ভোগী এ সময় বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com