বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

লোহার টুং টাং শব্দে সরগরম কামারপাড়া

সালাম হোসেন,ঝিনাইদহ।
ক্ষুদ্র লৌহজাত শিল্পের ওপর নির্ভরশীল পেশাদার কামাররা।মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠান পবিত্র ঈদ-উল আযহা।পবিত্র ঈদ উল আযহার বাকি আর মাত্র কয়েকদিন।মধ্যপ্রাচ্যের চাঁদ দেখা অনুযায়ী এবং দেশের চাঁদ দেখা অনুযায়ী আগামী ১৭ জুন পবিত্র ঈদ-উল আযহা।ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহ জেলার কামার শিল্পের কারিগররা।কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার জন্য চাপাতি, ছুরি ও বটির কদর বেড়েছে।তাই এসব সরঞ্জাম তৈরি  মেরামত ও বিক্রিতে সরগরম কামারপাড়া।ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুং টাং শব্দে সরগরম করে তুলেছেন বিভিন্ন জায়গায় কামাররা।কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন, দা,ছুরি,বটি,চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রপাতি।কেউ এসেছেন পুরাতন দা,ছুরি,বটি,মেরামত করতে,কেউবা ধার দিতে আবার কেউ  কিনছেন নতুন এসব সরঞ্জাম।কামাররা বলছেন,সারা বছর তেমন আয় রোজগার থাকে না,কোরবানির ঈদের আগে তাদের আয় বাড়ে।ঝিনাইদহ জেলার বিভিন্ন হাট বাজারে কামারদের দম ফেলার সময় নেই।পশু জবাই করার সরঞ্জাম বানাতে দিন রাত চলছে কাজ।ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি কাজের জন্য রেখেছেন অতিরিক্ত লোক।সারা বছর অলস সময় পার করলেও কোরবানি উপলক্ষে ব্যস্ত সময় করছেন কামার শিল্পের কারিগররা।সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। ঈদের আগের রাত পর্যন্ত চলবে কামারদের এই ব্যস্ততা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com