মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

কলকাতায় আজীবন সম্মাননায় ভূষিত হলেন আবুল হায়াত

অনলাইন ডেস্ক:-

নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননায় ভূষিত হলেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্মাতা আবুল হায়াত। কলকাতায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৮ জুন তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার হিসেবে আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ এবং অর্থ। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি আমার জানা ছিল না যে, আমাদের নাটক, সিনেমা কলকাতার দর্শক এত ফলো করেন।’

আবুল হায়াত বলেন, ‘চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। সেখানে আমার দেশের নায়করাজের নামে আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এ ছাড়া খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের নাটক-সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী। বিষয়টি আমার ভালো লেগেছে।’

আবুল হায়াত ছাড়া এদিন সংবর্ধনা দেওয়া হয় কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে। মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড এবং প্রভাত রায়কে দেওয়া হয় দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড।

এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত পেয়েছেন বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com