শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কাভার্ডভ্যানের বিশেষ চেম্বারে ৬৫ হাজার  ইয়াবাসহ  ডিবির হাতে  ২ চালক আটক

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ:-
চট্টগ্রাম: কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজা এলাকায় ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি এই ইয়াবাগুলো উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।
 গ্রেপ্তাররা হলো, কাভার্ডভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও  মো. হাবিব (২৮)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে নতুন ব্রিজ টোল প্লাজার অভিযান চালিয়ে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় কাভার্ডভ্যানের ২ চালককে গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বারের মাধ্যমে ইয়াবা পরিবহন করা হতো।
মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল, যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটিতে কোনো ধরণের মালামাল ছিল না।
গ্রেপ্তার দুই চালক মূলত কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পরিবহন করতো। তাদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে বলে বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির জানান,,।

খবরটি শেয়ার করুন