অগ্নিশিখা অনলাইন
- ১৭ জুলাই, ২০২৪ / ৯৪ জন দেখেছে
পিরোজপুর প্রতিনিধি : চলমান কোটা সংস্কারের এক দফা দাবি ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে পক্ষে বিপক্ষে – বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
এসময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে মিছিল পণ্ড হয়ে যায়। পরে শহরের টাউন ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সারাদেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়।
বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এছাড়াও কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
অন্যদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়।