গাজীপুর প্রতিনিধি ; শ্রীপুর উপজেলা বরমী ইউপি সদস্য মোঃ নজরুল ইস লামের বিরুদ্ধে গত শুক্রবার বিকেলে শ্রীপুর বরমী মহাসড়কে একটি মানববন্ধন করেন এলাকাবাসী। এ বিষয়ে এলাকার শারমিন সুলতানা সুমি শ্রীপুর মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায় , এলাকার, নিরীহ লোকজন নজরুল মেম্বার এর কাছে বিচারের জন্য গেলে, বিচার তো পায় নাই উপরন্ত বিচারপ্রার্থীদের লাঞ্ছিত হতে হয়। উল্লেখ্য গ্রামের অসহায় সজীব মিয়ার একটি নালিশি বিষয় নিয়ে গত ৭ জুলাই উক্ত নজরুল মেম্বার এর কাছে গেলে, কিছু বুঝে ওঠার আগেই বাঁদিকে চুলের মুঠি ধরে টানা হেচড়া করে তার শ্রীলতাহানি করে। এ সময় বাদীর বড় ভাই মাসুদ রানা ও চাচা জাহাঙ্গীর আলম কেউ মেম্বার মারধর করে, এমতাবস্থায় চৌকিদার বাবুল তাদের রক্ষা করে। এ বিষয়ে মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা বলে এড়িয়ে দেন। বাদীর অভিযোগ বিবাদী একজন জনপ্রতিনিধি হয়ে একজন মহিলাকে কিভাবে শারীরিক নির্যাতন করেন।তাই বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকার নিরীহ লোকজন