অগ্নিশিখা অনলাইন
- ৩ আগস্ট, ২০২৪ / ১২১ জন দেখেছে
অনলাইন ডেস্ক:-
গণভবনে সিদ্ধান্ত
কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য তিন সদস্যের টিম গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শুক্রবার রাতে গণভবনে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনির্ধারিত এক বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টিম গঠন করে দেন তিন।
টিমের সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে একটি টিম গঠন করে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলাপ করবেন।