বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
গাজীপুর: গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ ও সংঘর্ষ হয়েছে।
রোববার (৪ আগস্ট) এক দফা এক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এ বিক্ষোভে অংশ নেন।
পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এক দফা এক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গেলে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের-জনতার সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কোনাবাড়ির দিকে এগিয়ে এসে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে থানার দিকে পিছিয়ে যায়। এ সময় ইট পাটকেলের আঘাতে কোনাবাড়ি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।