মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া যায়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদগেটের দিকের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তারা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন। এই প্রতিবেদক একজনের হাতে একটি পিস্তল দেখতে পান।