বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সিলেট: সিলেটে আন্দোলনকারী ছাত্রজনতাকে হটিয়ে দিতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (০৪ আগস্ট) দুপুর পৌনে ১২টায় আন্দোলনকারীরা সিলেট নগরের কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন।
এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শর্টগান থেকে গুলি নিক্ষেপ করে।
আন্দেলনকারীরা পাশ্ববর্তী পুরানলেনসহ বিভিন্ন গলি দিয়ে সটকে পড়েন। এসময় পুলিশ ওই গলির ভেতর আন্দোলনকারীদের ধাওয়া করে টিয়ারশেল ছুড়ে।
জানা গেছে, আন্দোলনকারীরা আজ রোববার সকাল ১১টায় কোর্ট পয়েন্টে জড়ো হওয়ার কথা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন শহীদ মিনারের সামনে সমবেত হওয়ার কথা রয়েছে।