রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরা এলাকায় অলি-গলি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
রোববার (০৪ আগস্ট) সকালে ‘এক দফা এক দাবি’- স্লোগান দিয়ে সড়কে মিছিল নিয়ে বের হন উত্তরার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে তারা হাউস বিল্ডিং, আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
উত্তরা-৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুলের সামনে প্রথমে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে সেখান থেকে স্লোগান দিয়ে তারা বিএনএস সেন্টারে সামনে অবস্থান নিতে থাকেন।
এদিকে হাউস বিল্ডিং থেকেও শিক্ষার্থীদের মিছিল বিএনএস সেন্টারের সামনে গিয়ে অবস্থান নিয়েছে।
এদিকে উত্তরা-৮ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউ থেকেও মিছিল বের হয়ে বিএনএস সেন্টারের দিকে যেতে দেখা যায়। অনেকের হাতেই লাঠিসোঁটা বহন করতে দেখা যায়।
সোনারগাঁও জনপথ থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন এবং বিএনএস সেন্টারের সামনে অবস্থান