বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

সর্বশেষ :
ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্কুলের ব্যাগের বরাদ্দ আত্মসাৎ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন সরাইলে ঝাড়ু মিছিল বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবিতে ভয়ংকর দূর্ণীতি : ওসমানীয় অপরাধের দোষর জয়নাল-জাহাঙ্গীর কুকুর পরিচালনা শিখতে বিদেশে যাচ্ছেন ৭ পুলিশসহ ৮ জন ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল হিল সোনারগায়েঁ ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দর উপজেলায় হযরত মতিন শাহ’র বাৎসরিক ওরস মাহফিলও বাউল গান অনুষ্ঠিত “সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক রিসোর্ট”

দুঃসময়ে আবারো ক্রিকেট মাঠের সতীর্থদের পাশে পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক:ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই দেখেছেন সাকিব আল হাসান। তবে চাপের মুখে মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের সমালোচনা বারবারই সরিয়ে রেখেছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। তবে জাতীয় রাজনীতিতে জড়িয়ে সব সমালোচনাকেই যেন ছাড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সেটাও পরিপূর্ণ উপভোগ করা হয়নি এই অলরাউন্ডারের।

ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেইসঙ্গে পতন ঘটেছে তার সরকারের। এরপরেই একের পর এক মামলায় জর্জরিত আওয়ামী লীগের নেতারা। যে তালিকায় আছে সাকিব আল হাসানের নামটাও। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি বাংলাদেশ ক্রিকেটের এই তারকা। আর এই দুঃসময়ে নিজের সতীর্থদের ঠিক পাশে পাচ্ছেন সাকিব।

শুরুটা টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হককে দিয়ে। সবার আগে সাকিব আল হাসানের পক্ষে নিজের ফেসবুক ওয়ালে নিজের মতামত প্রকাশ করেন টেস্ট দলের সাবেক অধিনায়ক। সাকিবকে মিথ্যে এক মামলায় জড়ানো হয়েছে এমন অভিযোগ করে লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।

লিটন পোস্ট করেছেন ২০১৯ সালের বিশ্বকাপের এক ছবি। যেখানে সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে রেখেছেন সাকিব আল হাসান। ক্যাপশনের এক অংশে লিখেছেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাট টা যেমন উঁচু আছে, মাথাটাও সবসময় উচুতেই থাকবে। ছবির মত আমরা হাততালি দিব আপনাকে উঁচুতে উঠতে দেখে।

বন্ধু সাকিবকে দুঃসময়ে বহুবারই সমর্থন দিয়েছেন মুশফিকুর রহিম। মাঠে দুজনের জুটি বাংলাদেশকে জিতিয়েছে অনেক ম্যাচ। এবারও মুশফিক থাকলেন সাকিবের পাশেই, ‘সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

দলের বাকি সদস্যদের মতো এগিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। বলছেন এমন মামলা অপ্রত্যাশিত, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

আরেক পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে। এ ছাড়া সাব্বির রহমান লিখেছেন, Shakib Al Hasan. যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।

এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com