বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্কুলের ব্যাগের বরাদ্দ আত্মসাৎ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন সরাইলে ঝাড়ু মিছিল বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবিতে ভয়ংকর দূর্ণীতি : ওসমানীয় অপরাধের দোষর জয়নাল-জাহাঙ্গীর কুকুর পরিচালনা শিখতে বিদেশে যাচ্ছেন ৭ পুলিশসহ ৮ জন ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল হিল সোনারগায়েঁ ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দর উপজেলায় হযরত মতিন শাহ’র বাৎসরিক ওরস মাহফিলও বাউল গান অনুষ্ঠিত “সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক রিসোর্ট”

শিরোপা জয়ের লক্ষ্যে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও, আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করেই দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের। ইনজুরি ও কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারুফুল হক। বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও। আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে দুপুর পৌনে ৩ টায়।

একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে নেপালের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালেও শিষ্যদের সেই ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশের কোচ মারুফুল হক।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলব, চ্যাম্পিয়ন হব। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। তাদের ইচ্ছা ছিল ভালো কিছু করার। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারব।

তিনি আরও করেন, নেপাল ভালো দল। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ও আছে। আশা করি ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নেপালের মাঠ সবসময় বাংলাদেশের জন্য পয়মন্ত। ফুটবল ৫১ ভাগ প্রস্তুতি ও পরিকল্পনা, বাকি ৪৯ ভাগ ভাগ্য। এখন দেখা যাক কী হয়।

এদিকে ফাইনালের আগে বাংলাদেশ শিবিরের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরির কারনে ফাইনালে মাঠে থাকতে পারছেন না। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়েছিলেন। সেই আঘাত গুরুতর। তাই ফাইনাল খেলার পরিবর্তে দেশে ফিরতে হচ্ছে মেহেদীকে।

দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম কাঠমান্ডু থেকে গোলকিপারের ইনজুরি সম্পর্কে বলেন, চোখের নিচে বেশ বড় আঘাতই পেয়েছে সে। এখানকার চিকিৎসকদের অনুযায়ী পরামর্শ সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। সোমবার রাতে হাসপাতালেই ছিল। টিকিট পেলে ওকে দেশে পাঠিয়ে দিব। মেহেদী এখন স্বাভাবিক রয়েছে।

শ্রবাণের পরিবর্তে মাঠে নেমে গোলরক্ষক হিসেবে নামেন মোহাম্মদ আসিফ। শেষের টাইব্রেকারের বল ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। ফাইনাল ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী এই গোলকিপার। তিনি বলেন, আমি ট্রফি নিয়েই ফিরতে চাই। আর এই ট্রফিটা ফুটবলাররা জিততে চাইছেন নতুন বাংলাদেশের ফুটবলের নতুন সূচনা হিসেবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com