রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হবে আগামীকাল বৃহস্পতিবার।
তাই আগামীকাল পাঁচই সেপ্টেম্বর সারা দেশে ‘শহীদী মার্চ’ পালন করার ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ ও আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে এই কর্মসূচি পালিত হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা।
জানা গেছে, রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ। নীলক্ষেত হয়ে কলাবাগান, এরপর মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি।
এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা।