রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ :
সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ ক্ষুব্ধ এস,আই মিজান নিজের অপকর্ম ঢাকতে কৌশলের আশ্রয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা এফ আই আর মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবার অনুমোদনে জেলা জামায়াতের শুকরিয়া সমাবেশ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সিটি করপোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো: ডা. শাহাদাত ঢাকায় বাংলাদেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ আজ মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম জেলার ৬ থানায় নতুন ওসি

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ৬ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।

৬ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) হলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পরিদর্শক নূর আহমদকে ফটিকছড়ি থানা, চট্টগ্রাম জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. নজরুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.কামরুজ্জামান রাঙ্গুনিয়া মডেল থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর পটিয়া থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানা ও চট্টগ্রাম রেঞ্জ দপ্তর থেকে গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পুলিশের জয়েন্ট কারা পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান সন্দ্বীপ থানা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলার ৬ থানায় ৬ জন পরিদর্শককে ওসি পদে পদায়ন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন