রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ :
সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ ক্ষুব্ধ এস,আই মিজান নিজের অপকর্ম ঢাকতে কৌশলের আশ্রয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা এফ আই আর মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবার অনুমোদনে জেলা জামায়াতের শুকরিয়া সমাবেশ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সিটি করপোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো: ডা. শাহাদাত ঢাকায় বাংলাদেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ আজ মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিএমপির ১৩ ডিসি পদে রদবদল, সিএমপি

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম: সিএমপির উপ-পুলিশ কমিশনারের (ডিসি) ১৩ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত অপর এক আদেশে নতুন করে উপ-পুলিশ কমিশনারের (ডিসি) ৩ জনকে বদলি করা হয়।

আদেশে বলা হয়, সিএমপি উপ-পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সালাম কবিরকে উপ-পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), উপ-পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোখলেছুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) নিষ্কৃতি চাকমাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তারেক আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (সরবরাহ), উপ-পুলিশ কমিশনার (সরবরাহ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (উত্তর), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মাহবুব আলম খানকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ানকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কবীর আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে সোমবার (৯ সেপ্টেম্বর) উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোখলেছুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে বদলির আদেশ বাতিল করে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে উপ-পুলিশ কমিশনার (সিটি) ও উপ-পুলিশ কমিশনার (সিটি) মো. রইছ উদ্দিনকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পদে পদায়ন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) ১৩ পদে রদবদলের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

খবরটি শেয়ার করুন