শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

হত্যা মামলায় সাংবাদিকদের গণহারে আসামী করা বন্ধসহ ৯ দফা দাবী বিএফইউজে’র

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী’র সভাপতিত্বে ও মহাসচিব কাদের গণী চৌধুরির সঞ্চালনায় বিএফইউজে’র নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন হত্যা মামলায় সাংবাদিকদের গণহারে আসামী করা বন্ধসহ ৯ দফা দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে বন্ধ গণমাধ্যম খুলে দিতে অন্তর্বর্তী সরকারকে সবধরনের সহযোগিতা দিতে হবে, গণমাধ্যম প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ দ্রুত কার্যকর করতে হবে, গণমাধ্যম ও সাংবাদিক সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বিএফইউজে নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে, সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, গণমাধ্যমের পূর্ন স্বাধীনতা দিতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিল করতে হবে, অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, রুহুল আমীন গাজী, আবুল আসাদ, মাহমুদুর রহমান, শফিক রেহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান, রোজিনা ইসলামসহ সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও ফ্যাসিবাদী সরকারের রোষানলে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে।

বিএফইউজে’র নির্বাহী কমিটির সভায় দেশের সার্বিক অবস্থা এবং গণমাধ্যম পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন বন্টনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সহসভাপতি খায়রুল বাশার বলেন, গত ১৭ বছর সাংবাদিকতা পেশার অবমূল্যায়ন করা হয়েছে। পেশার মর্যাদা রক্ষা করতেই অন্তর্বর্তী সরকারের সাথে বসে করণীয় নির্ধারন করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের বিভিন্ন স্তরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের সরাতে হবে।

সহসভাপতি একেএম মহসিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে সাংবাদিক নেতৃবৃন্দের অন্তর্ভূক্ত করতে হবে।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ডিইউজে-বিএফইউজে সর্বাত্বক সংগ্রামে ৫ জন সাংবাদিক নিহত ও ২০০ জন আহত হয়েছে। বৈষম্যমুক্ত দেশ গঠনে সাংবাদিকদের অবদান অনেক হলেও রাষ্ট্র সংস্কারে যথাযথ অন্তর্ভূক্তি করা হয়নি। সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরীর ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

সহকারী মহাসচিব বাছির জামাল বলেন, আমাদের আন্দোলন সংগ্রামে সরকারের পতন হয়েছে। অতীতে যাঁরা রাজনৈতিক এসাইলাম নিয়ে বাইরে যেয়ে নিরাপদ জীবন যাপন করেছেন কিন্তু এখন তাঁরা দেশে ফিরে বিশেষ সুবিধা নিতে তৎপর।

সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন বলেন, অন্তর্বর্তী সরকারে সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিত্ব রাখতে হবে। গণমাধ্যমে বিজ্ঞাপন বন্টনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, গণবিরোধী ভূমিকা নেয়ায় খুলনা বেতার ও প্রেসক্লাব গণরোষের শিকার হয়। সরকারী গণমাধ্যমে এখোনে ফ্যাসিবাদের দোসররাই এখোনো কাজ করছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিএফইউজে’র কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শে হওয়া দরকার।

বিএফইউজে’র দফতর সম্পাদক আবু বকর বলেন, সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

প্রচার সম্পাদক শাহজাহান সাজু বলেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দ রাজনৈতিক দূর্যোগে রাজনীতিবিদদের সুরক্ষা দিলেও আজ রাজনৈতিক নেতারা সাংবাদিকদের যথাযথ মর্যাদা দিচ্ছেনা। ফ্যাসিবাদের দালালদের সকল ক্ষেত্রে প্রতিহত করতে হবে।

নির্বাহী সদস্য শাহীন হাসনাত বলেন, ফ্যাসিবাদ পতনে সাংবাদিকসহ পেশাজীবীরা দীর্ঘদিন আন্দোলন করে আসছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের পর কয়েকজন ছাত্র প্রতিনিধিকে অতিমূল্যায়ণ করা হলেও সাংবাদিক নেতৃত্বকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি। এতে রাষ্ট্র পরিচালনায় বিপত্তি ঘটছে।

নির্বাহী সদস্য মোদাব্বের হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বন্ধ গণমাধ্যম খুলে দেয়ায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নির্বাহী সদস্য অপর্ণা রায় বলেন, বিএফইউজে মহাসচিবসহ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মিথ্যাচার ও ষড়যন্ত্র রুখে দিতে হবে।

নির্বাহী সম্পাদক আবু হানিফ বলেন, ফ্যাসিবাদের তাবেদারদের আবার ক্ষমতায়ন করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ বলেন, গত ১৭ বছর ধরে আমরা যাঁরা আন্দোলন করেছি কিন্তু আজ ক্ষমতায় সুশীলরা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এই অবস্থার পরিবর্তন করতে হবে।

দেশের বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল আওয়াল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আক্রামুজ্জামান।ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সাইফুল ইসলাম ,কুস্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএফইউজে’র নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক বাচ্চু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলীল ভূইয়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিএমএ আশেকউল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, ফেণী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভপাতি এইচএম দেলওয়ার হোসেন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com